মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

বউ এবং সত্য কথা - bangla love story

bangla love story- vlobasar golpo

দুনিয়াতে সত্য কথার কোনো দাম নাই। বউ সাজুগুজু করে বলল, কেমন লাগছে দেখো তো?
আমি বললাম, ভালো লাগছে।
‘শুধু ভালো লাগছে? 'bangla love story- vlobasar golpo
‘অসম্ভব ভালো লাগছে। '
‘শুধু অসম্ভব ভালো লাগছে? '
‘না, নদীর ঢেউয়ের মতোও লাগছে! '
‘শুধু নদীর ঢেউয়ের মতো লাগছে? '

bangla love story- vlobasar golpo

তারপর মুখ থেকে বেরিয়ে গেছে, না, পেত্নীর মতো লাগছে!
ব্যাস, হয়ে গেল! এতবার যে সত্য কথা বললাম তাঁর কোনো দামই রইল না। বিশ্বাসও করল না। কিন্তু ভুল করে একবার মুখ থেকে পেতনির মতো লাগছে বেরিয়ে গেছে। ওটাই বিশ্বাস করেছে!
‘কী বললে তুমি? আমি পেতনি? আমি পেতনি? '
‘আরে না না, ওটা তো মুখ থেকে ভুলে বেরিয়ে গেছে! '
‘ভুলে বের হয়নি! মানুষের মনে যা থাকে। মুখে তাই আসে! এজন্যই তো বলি সারাক্ষণ এত মোবাইলে কী? এই ছিল বুঝি আমার কপালে? আব্বা! 'bangla love story- vlobasar golpo
এই হলো মেয়ে মানুষের সমস্যা! কিছুই বুঝতে চাইবে না। তাঁরা যা বলবে তাই ঠিক!
সেই কথা নিয়ে দুদিন ধরে সে আমার সাথে কথা বলছে না। কথা বলছে না ভালো কথা।
আমার মোবাইল কোথায় জিম্মি করে রেখেছে, পাচ্ছি না।
ভাতের প্লেটে এক গাধা লবণ মাখিয়ে দিচ্ছে। ঘুমুতে গেলে লাইট বন্ধ করছে না! লাইট চালু থাকলে আমার ঘুম আসে না। ঘুমের অভাবে চোখমুখ ফুলে গেছে! কিন্তু সে এখনো সেই কথা নিয়েই পড়ে আছে!

bangla love story, vlobasar golpo, ভালবাসার গল্প, বাংলা গল্প
bangla love story- vlobasar golpo


শালাবাবু আমার বাটপাড়ের বাটপাড়। মানুষের টাকা হাতিয়ে খায়। এর পকেট কাটে তো ওর মানিব্যাগ। সেদিন ভদ্র ছেলেটা এসে বলল, দুলাভাই পাঁচ হাজার টাকা দেন। আপনাদের তো সামনে বিবাহবার্ষিকী। কিছু একটা উপহার দেব।
বিশিষ্ট ভদ্র ছেলেটির নাম তুফান। সে খুবই জ্ঞানী। আমাকে এই কথা তখনই বলেছে। যখন আমার পাশে তাঁর বোন ছিল!
জানে বোন পাশে থাকলে আর মানা করার সুযোগ নেই!
বোন এই কথা শুনে বলল, মাত্র পাঁচ হাজার টাকা? পাঁচ হাজার টাকায় কিছু হয় না কি? তোর দুলাভাইয়ের মন অনেক বড়ো। তোকে দশ হাজার টাকা দেবে!
গলায় ছুরি চালিয়ে সে আবার বলল, ঠিক বললাম না জান?
আমি দীর্ঘশ্বাস নিয়ে বললাম, ঠিক বলেছ। bangla love story- vlobasar golpo
কড়কড়া দশটা এক হাজার টাকা নোট তাঁকে দিয়ে দিলাম। সে মনের আনন্দে চলে গেল। তারপর তাঁর গুণধর বোন জিজ্ঞেস করল, আমার ভাইটা খুব সুইট না? আমাদের বিবাহবার্ষিকী মনে রেখেছে। আবার উপহারও দেবে!
আমি উত্তর দিলাম, হুঁ, সুইট।
‘শুধু সুইট? '
‘সুইট স্কয়ার। '
‘শুধু স্কয়ার? '
‘ওই বাটপাড়ের কথা আর বলো না তো! মেজাজ খারাপ হয়ে যাচ্ছে! '
তারপর থেকে শুরু হয়ে গেছে নীরব অত্যাচার। কোথাও শান্তি নেই!

বস্তার মতো মোটা একটি বান্ধবী আছে আমার। প্রতিদিন কয়েক কেজি চালই লাগে ওর। গোরুর মতো তিনবেলা খেয়ে 
জিজ্ঞেস করবে, দোস্ত। বেশি মোটা হয়ে যাচ্ছি না কি রে?
‘নাহ, একদম ঠিক আছিস! '
‘বাড়ি থেকে বলছে আমি না কি মোটি হয়ে যাচ্ছি! এভাবে চলতে থাকলে নাকি আমার বিয়ে হবে না! '
‘এসব ফালতু কথা। তুই একদম ঠিক আছিস। '
‘মোটি মোটি লাগে না তো? '
‘নাহ, একদম চিকনা চিকনা লাগে! '
খুশিতে গদগদ হয়ে সে বলল, খুব বেশি চিকনা লাগে না হালকা চিকনা?
এক মুখে কত মিথ্যা বলা যায়? অবশেষে আমি বললাম, ভাই মাফ কর। তুই খাওয়াও কমাইতে পারবি না। ওজনও কমবে না। সারাজীবন মোটিই থাকবি! আর বিয়ে! আল্লাহ মালুম!
সত্য কথার একটুও দাম নেই! এই কথা শোনার পরে বান্ধবী তাঁর খাম্বার মতো হাত দিয়ে দিল এক থাপ্পড়! তারপর কদিন হাসপাতালে ছিলাম মনে নেই!

সত্য কথা বলতে গেলে মার কথা বলতেই হয়। তিনিও এই বয়সে সাজুগুজু কম করছেন না! এর কারণ অবশ্যই আমার মাথা খাওয়া বউ!
সেদিন নতুন শাড়ি চুড়ি ইত্যাদি পরে বলল, কেমন লাগছে রে?
‘ভালো লাগছে, হঠাৎ সাজুগুজু করার কারণ কীন? '
‘কেন আমার কি সাজুগুজু করার বয়স পার হয়ে গেছে? আমার ঠিক সময়ে বিয়ে হলে না। তোর মতো ছেলে এখনো পেটেই থাকতি! তাড়াতাড়ি বিয়ে হয়েছে বলে বয়স্ক ভাবিস না! '
‘আমিও তাই বলি। তুমি এখনো কত ইয়্যং। '
জননী খুশি হয়ে ঠোঁটে লিপস্টিপও লাগিয়েছে।
‘এখন ঠিক আছে না? '
‘হ্যাঁ! '
‘ঠিক লাগছে তো? '
‘না! '
‘না মানে? আমি কি বুড়ি হয়ে গেছি? তুই এটা বলতে পারলি? '
‘আরে না মানে না! কই যে যাই! '
‘তোর বাপে পর্যন্ত আমাকে এখনো বুড়ি ডাকল না আর তুই বললি আমি বুড়ি? '
‘আরে বাবা না! ইয়া মাবুদ! '
‘আবারো বলছিস আমাকে ভালো লাগছে না? ' bangla love story- vlobasar golpo
ভাবছিলাম অভিনয় করে মেঝেতে পড়ে যাব। তার আর দরকার হয়নি। সত্যিই মাথা ঘুরে পড়ে গেলাম। এমনিতেই বউয়ের সাথে ঝগড়া! মাও বুঝল ভুল। সেবা করার আর কেউ রইল না! সত্য কথার এই দাম!bangla love story- vlobasar golpo

লেখা: সিয়াম আহমেদ জয় 
Disqus Comments