Bangla Story- vlobasar golpo
৯ম শ্রেনীর ছাত্রী আয়েশা, বয়স ১৪ ছুঁই ছুঁই! কিন্তু বয়সের তুলনায় শারীরিক গঠন বেশ হৃষ্টপুষ্ট। ভারী মিষ্টি চেহারা, পাতলা ঠোঁটের ডগায় সব সময়ই হাসি লেগেই থাকে! এক কথায়, "বাড়ন্ত শরীরে উঠতি যৌবন"!Bangla Story- vlobasar golpo
গ্রামের অশিক্ষিত অসহায় গরীব বাবার এমন একটি মেয়ে মানেই পরিবারের জন্য দুঃচিন্তা, ভয় ও সংশয়! এলাকার ছেলে-বুড়াদের উত্ত্যক্ত যন্ত্রণাতে আয়েশা বোরকা পরতে বাধ্য হয়। কিন্ত পরবর্তীতে স্কুল টিচারদের পীড়াপীড়িতে এক পর্যায়ে বোরকা ছাড়তেও বাধ্য করা হয়! কেননা স্কুলে স্কুল ড্রেস বাধ্যতামূলক, বোরকার কোন প্রচলন নাই! Bangla Story- vlobasar golpo
সে যাহোক একদিন স্কুল ফেরার পথে এলাকার প্রভাবশালী বাবার বখাটে ছেলে বাদল ও তাঁর বন্ধুরা মিলে আয়েশার রাস্তা আগলে দাঁড়ায় এবং ওর দিকে কু-দৃষ্টি দেয়া সহ বিভিন্ন ভাবে ইভটিজিং করতে থাকে! একপর্যায়ে আয়েশা বিরক্ত হয়ে চলে যেতে চায়লে বখাটের লিডার বাদল তাঁকে প্রেমের প্রস্তাব দেয়! কিন্তু আয়েশা সেই প্রস্তাবে রাজি না হয়ে, তাঁকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দ্রুত হাঁটতে থাকে! তবে পেছন দিক থেকে শোনতে পায় বখাটেদের হুমকি, Bangla Story- vlobasar
"তুই রাজি হবি না তোর বাপ রাজি হবে, নয়তো তোকে রাস্তা থেকে তুলে নিয়ে..........!"
বাকিটা কানে আসার আগেই আয়েশা দৌড়ে পালায়! dhorshon-golpo
আয়েশা ভয়- আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিলে, ওর বাবা-মা বিষয়টি জানতে পেরে অতি দ্রুত মেয়ের বিয়ের ব্যবস্থা করে। কিন্তু বাল্য বিয়ের অজুহাতে "স্থানীয় এনজিও কর্মী ও স্কুল টিচাররা" বিয়ে আটকে দেয় এবং সমস্ত ঘটনা শোনার পরে ওনারা আশ্বস্ত করেন যে, Bangla Story- vlobasar golpo
"আজ থেকে আয়েশার সব দায় দায়িত্ব তাঁদের"!
এর কিছুদিন পরের ঘটনাঃ স্কুল থেকে ফেরার পথে কয়েকটা বখাটে ছেলে একা আয়েশাকে পেয়ে চরম উত্ত্যক্ত করে! এমনকি তাঁদের একজন জোর করে কিস করতে চায়লে আয়েশা তাঁর গালে থাপ্পড় মেরে দৌড়ে পালায়!
ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু না, কারণ গালে থাপ্পড় খাওয়া ছেলেটি ধমে গেলেও তাঁর বন্ধুরা তাঁকে হিজড়া, গে সহ আরও নানান উস্কানীমূলক কথাবার্তা শুনিয়ে পাগলা কুত্তা বানিয়ে দেয়! শেষে সেই রাতেই আয়েশাকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করা হয়।Ban Bangla Story- vlobasar golpogla Story- vlobasar golpo
যখন মানুষরূপী কুকুরের দল আয়েশাকে ছেড়ে দেয়, তখন পূব আকাশে সূর্য জানান দিচ্ছিল একটি নতুন দিনের, কিন্তু অপরদিকে আয়েশার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। এমনকি সে উলঙ্গ অবস্থায় জ্ঞানহীন পড়ে রইলো গ্রামের শেষ ফাঁকা মাঠটা তে! Bangla Story- vlobasar golpo
অতঃপর দুই সপ্তাহ ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে আয়েশার জ্ঞান ফিরলেও কথা বলার পরিস্থিতিতে ছিল না। তারপর শুরু হলো পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন সংস্থার লোকের প্রশ্নবাণ। এটাও যেন ধর্ষণের থেকে কোন অংশে কম নয়। অপরদিকে প্রসাশন ধর্ষণকারীদের গ্রেফতার করলেও কিছু দিন পর জামিনে বের হয়ে আসে। তারপর ওদেরকে আর জেল হাজতে যেতে হয়নি, বরং বীর উপাধি নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে!
Bangla Story- vlobasar golpo
তারপর কেটে গেছে কয়েক বছর, আয়েশার জীবন পরিক্রমা শূন্য তেই পড়ে আছে। যে আয়েশাকে একবার দেখার জন্য সকাল থেকে বিকাল অব্দি রাস্তার মোড়ে, ব্রিজের উপরে, এমনকি বাজারেও লোক দাঁড়িয়ে থাকতো, এখন সেই আয়েশার ছায়াও কেউ মাড়ায় না।Bangla Story- vlobasar golpo
এছাড়াও অনেক পিতা-মাতা, তাঁদের অনাগত সন্তানকে আয়েশার রুপে কল্পনা করতো, কিন্তু আজ তাঁরে দেখাতো দূরের কথা, বাচ্চাদেরকে ভয় দেখানো হয় ওর কথা বলে! Bangla Story- vlobasar golpo
পাড়া প্রতিবেশীর এই অবস্থা হলে, ওর নিজের কি প্রতিক্রিয়া ভাবা যায়? ওতো হাসতে ভুলে গেছে, ঘুমুতে চেয়েও পারে না! আর পারবেই কি করে? চোখ বন্ধ করলেই ভেসে উঠে সেই বিভৎস দৃশ্য, আজ সে যেন জীবন্ত লাশ। তবে আয়েশা এসব থেকে মুক্তির জন্য আত্মহত্যার চেষ্টা করেও পারিবারিক বিচক্ষনতায় বেঁচে যায়! কিন্তু ওর পরিবারই বা কতদিন সাপোর্ট করবে? হয়তো কোন একদিন আবার খবরের কাগজে হেড লাইন হবে আয়েশা, তবে সেটা ওই দেখতে পাবে না কারণ তখন তো.....!!
Bangla Story- vlobasar golpo
নোট: এমন অসংখ্য ঘটনা বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ঘটে চলছে অহরহ! কিছু প্রকাশ হয়, কিছু নিভৃতে থেকে যায়! কোথাও বিচার হয় আবার কোথাও প্রহসন!!Bangla Story- vlobasar golpo
কিন্তু আয়েশার সাথে ঘটে যাওয়া এমন ঘৃণিত অধ্যায়ের পেছনে কাকে দোষ দিব, কে দোষী? আমি, আপনি নাকি সমাজ বা প্রতিষ্ঠান?Bangla Story- vlobasar golpo
আপনিই বলুন??
লেখক- এম এইচ নীলয়