আজ মায়া কল দিয়েছিলো দিয়েই তার অভিমানী কান্না 'আমি তো আপনার কেও না। আমাকে কেন বলবেন আপনার জ্বর আসছে। আমাকে কেন বলবেন, এখন শুনে আমার কষ্ট হচ্ছে তাতে কার কি? আমিই কেবল মানুষ কে নিয়ে ভাবি আমাকে নিয়ে কেও ভাবেনা, আমিও আজ কারও সাথে কথা বলবো না। কেও আমার না' bangla story
আরও দুনিয়ার কথা বলেই চলেছে আমি চুপচাপ শুনছি, বলা শেষ হলে আবার কান্নামাখা কণ্ঠ 'অনেক কষ্ট হইছিলো আপনার? রাতে ঘুমাতে পারেননি তাই না। অনেক কষ্ট হইছিলো? এখনো মনেহয় খাবারে অরুচি, বলেন না কেমন আছেন'?ভালবাসার বাংলা গল্প
Bangla Story - valobasar golpo
এবার আর চুপ না থেকে মুখ খুললাম 'কে বলেছে আমি অসুস্থ পাগলী। এই যে আমি সুস্থ। আমি জানি আমার বউ টা অনেক চিন্তা করে সারাদিন আমাকে নিয়ে তাই কিছুই বলিনা তবে একটু জ্বর ছিলো এখন সুস্থ এই যে দেখো'
মায়া আবার বলা শুরু করলো 'আমায় মিথ্যে কেন বলছেন হুম? আমি বুঝিনা কিছু? সুস্থ হলে আপনার ভয়েজ এমন কেন? আর কিছুক্ষণ পরপর নাক মুছছেন কেন? আর আমায় কল দিতেন সারাদিন আমি বুঝিনা মনে করছেন। আমি সব বুঝি' bangla story
কিছুটা হাসি আটকে রেখে বললাম 'অবশ্যই বুঝো আমার ডাক্তার বউ কি বাচ্চা মেয়ে যে বুঝবেনা হুম। আমি সুস্থ আর এখন বউয়ের ভালোবাসা পেয়ে সুস্থ হবো তাড়াতাড়ি' love story
- না আমি আপনার সাথে আর কথা বলবো না আঁড়ি।
- এ'মা কেন? আমি আবার কি করলাম? love story
- আমাকে কেন বলেননি? জানেন না আপনার কষ্ট আমি সহ্য করতে পারিনা। আপনার কিছু হলে আমি থাকতে পারিনা দম বন্ধ হয়ে যায় তবুও.... bangla golpo
- আহা আমি সুস্থ আছি দেখো জান বিশ্বাস করোনা।
- আমাকে কেও ভালোবাসেনা তাই কেও কিছু বলেনা।
- আচ্ছা বাবা এবার থেকে বলবো স্যরি প্লিজ সোনা...
- না আমি তাও কথা বলবো না।
- আচ্ছা কি করব বলো... বাংলা গল্প
- বুঝেন না কি করবেন আপনি কি ছোটোবাচ্চা??
- কিন্তু এখন তো....valobasr golpo
- আচ্ছা থাক আর কিছুই লাগবেনা।
- আবার রাগ করে আচ্ছা দিচ্ছি....বাংলা গল্প
(কি দিছে বুঝেন না আবার পড়ার জন্য হা করে তাকিয়ে থাকেন স্ক্রিনের দিকে যত্তসব বেহায়া মানুষ) love story,
- আচ্ছা এবার বলেন কষ্ট হইছিলো?
- হুম একটু? valobasr golpo
- আমাকে মিস করেন নি?
- সবসময়।love story,
- তো বলেননি কেন? বাংলা গল্প
- কি বলতাম! আর তুমি আমাকে নিয়ে চিন্তা করতে তাই আর বলিনি।
- শুনলাম মেডিসিন নাকি বেশি খায়ছেন?
- এইটা তোমাকে কে বলল ওই আবীরের বাচ্চা??
- যে বলার বলেছে খেয়েছেন কি'না সত্যি করে বলুন।
- হুম এক সাথে দুইটা তারপর নেশা হয়ে যায়। বাং love story,লা গল্প
- বুঝেছি তারপর আপনি কি করেছেন। কাছে থাকলে মেরে সোজা করে দিতাম যেই ব্যাকা টুকু আছে। কে বলেছে মাতবারি করে দুইটা এক সাথে খেতে? বেশি ডাক্তার হয়েছেন না? বেশি বুঝেন?? আর খাবেন কোনোদিন?
- আবার বকা দিচ্ছো তুমি। আচ্ছা খাবোনা স্যরি।
- রাখেন স্যরি সবসময় স্যরি স্যরি আর কোনো মাফ নেই। কান ধরেন।
- এবারের মতো প্লিজ বউ
- আপনি কান ধরবেন??
- না পারব না তুমি আমাকে শুধু বকা দাও।
- শুধু দেই না। নিজে যে দুনিয়ার অকাজ করবে তার কিছুই না।
- খেয়েছেন রাতে??
- হুম খুব তিতা!
- ওই ওই! আপনি না বললেন সুস্থ তো তিতা কিভাবে বুঝলেন? আমাকে বোকা পাইছেন? একবার হাতে পাই মেরে হাড়গোর ভেঙ্গে দেবো। কাল কে মেডিসিন নিবেন আজ আর নিতে হবেনা।
- যদি রাতে কষ্ট হয়।
- আমি বলছিনা খেতে হবেনা।
- আমাকে এত শাষণ করো আমি কি বাচ্চা ছেলে??
- হ্যাঁ একদম বাচ্চা যে কিছুই বুঝেনা। যাকে নিয়ে আমার সারাদিন কাটে! যার সবকিছুই ভুল।
- যার সবকিছুই ভুল তার সাথে কেন আছো? যে সঠিক সেখানে যাও....
- ওই বাই।
- আবার বাই কেন??
- অন্য ছেলের কথা বললেন কেন??
- আচ্ছা আবার স্যরি
- এই স্যরি আবার?? আচ্ছা শোনেন...
- হুম বলোনা....
- মিস করছি
- আমিও
- চুপ মিথ্যাবাদী
- সত্যিই আমিও...
- কবে দেখা হবে আমাদের বলেন না...
- আমি শিঘ্রহ ঢাকা যাচ্ছি। ভাইয়ার কোয়াটারে যাবো ওখান থেকে আবুজারের মেসে তারপর আবীরের কাছে ওখান থেকে তোমার সাথে মিট।
- আপনি প্রথম দেখার দিন কি করবেন??
- স্ট্রোক...
- মানে?
- মানে আবার কি। আমি হার্ট দুর্বল রুগী না তোমার সৌন্দর্য দেখেই আমি ফিট খাবো তারপর তোমার কোলে শুয়ে এম্বুলেন্সে চেপে আমরা হসপিটলে এরপর তুমি কাঁদবে আমি জানি। তারপর কেবিনে বসে আমরা প্রেমবিলাস করব হুম??
- মাথার মাঝে সবসময় শুধু দুষ্টুমি। কেবিনে কেন যাব।
- তো কোথায়?
- আমাদের বাসায় আসবেন।
- আর তোমার আম্মা অপছন্দ করলে?
- বললেই হলো আমার পছন্দ কি খারাপ নাকি? অবশ্যই মানবেন। আর না মানলে তো আমাদের আগেই প্ল্যান করা আছে আবীর ভাইয়ার সাথে...
- ছোটোবেলা স্কুল পালাতাম। বড়ো হয়ে বউ নিয়ে পালাতে হবে ভাবিনি। ওকে তবে পালিয়েই বিয়ে করব।
- তখন আমাকে এইভাবে ভালোবাসবেন তো?
- কেন বাসবো না?
- না'কি আমাকে আবার ভুলে যাবেন?? বাংলা গল্প, ভালবাসার গল্প
- তোমার কি তাই মনেহয় বউ? আমি তোমাকে ভুলে যাবো? ওই মায়া? তোমাকে ভুলে আমি থাকতে পারব??
- আচ্ছা এখন রাখি আম্মু ডাকছে
- এই শাশুড়ির জ্বালাতে একটু প্রেম করতেও পারিনা
- আমরা কি প্রেম করছি মাস্টার মশাই? বাংলা গল্প, ভালবাসার গল্প
- তো কি করছি?? bangla story
- আমি তো মেঘ ভাইয়ার কাছে গল্প শুনছি।
- তুমি আবার আমাকে ভাইয়া ডাকছো... bangla story
- আপনি পাবলিক মেঘ ভাইয়া, সো আমারও মেঘ ভাইয়া। ওকে মেঘ ভাইয়া। বাই মেঘ ভাইয়া। পরে কথা হবে টা টা মেঘ ভাইয়া...valobasr golpo
- টুট টুট bangla story
লেখা- Md Rosul Munshi