পুরো স্টেডিয়াম লোকে লোকারণ্য। তিল ধারনের ঠাই নাই। স্টেডিয়ামে দর্শকের ধারণক্ষমতা ২৫ হাজার । অথচ প্রায় ৪০ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে। একশো টাকার টিকেট কালোবাজারে হাজার, বারোশ পর্যন্ত উঠে গেছে। যারা টিকেট যোগাড় করতে পারেনি তাদের মধ্যে প্রচন্ড হা-হুতাশ। একটা টিকেটের জন্য কেউ কেউ উপর মহলে পর্যন্ত ফোন করছে। কিন্তু কাজ হচ্ছেনা, কোথাও টিকেট নেই।bangla story
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
ধর্ষন ও শাস্তি - bangla story
বার বার নির্দেশনা দেয়া হয়েছে ১৮ নীচে এবং ৬০ এর উপরে কেউ আসা যাবেনা। তারপর ও কেউ কেউ এসেছে। পুলিশ ক্রুব্ধ হয়ে কয়েকজনকে বের করে দিয়েছে।bangla story
দর্শক সারিতে হটাৎ একটা জটলা দেখা গেল। সাধারন দর্শক ও পুলিশের মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্ক হচ্ছে। কয়েকজন পুলিশ একজন বুড়োকে শাসাচ্ছে-- আপনি জানেন না ষাটোর্ধ কেউ-এখানে থাকা যাবেনা? bangla golpo
-জানি
-তাহলে কেন এসেছেন? bangla storyবাংলা গল্প
-কেউ না আসলেও আমাকে অন্তত আসতেই হত।
-প্লিজ আপনি চলে যান।
- না শেষটুকু না দেখা পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব না।
-বুড়োর সাথের লোকটি বুড়োকে বুঝানোর চেস্টা করছে--চাচা আপনার হার্টের সমস্যা আছে আপনি বরং চলে যান।
চাচা এবার হাউমাউ করে কেদে ফেলল, 'আমার মেয়ের বিচার হবে।আর আমি থাকব না?'
একজন পুলিসের কর্মকর্তা এগিয়ে এলেন। সব শুনে বললেন, 'বাবা আপনার কি দেশের প্রচলিত আইনের প্রতি আস্থা নেই?'
-আছে।বাংলা গল্প
-তাহলে আপনি বাড়ি চলে যান। পুরো বিষয়টি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কভারেজ করবে। সেখান থেকে সব জানতে পারবেন ।
বুড়ো চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলেন।bangla story
স্টেডিয়ামে মাঠের মাঝখানে পাঁচ জন যুবককে দাড় করিয়ে রাখা হয়েছে। ওদের পুরো শরীরে আন্ডারওয়ার ছাড়া কিছু নাই। পিছনে হাতমোড়া করে বাধা। কাল কাপড়ে চোখ বাধা। ওরা পাঁচ জনই ধর্ষনের আসামী। ওদের সামনে অদ্ভুত পাঁচটি মেশিন। মেশিন গুলি সামনে জল্লাদ চেহারার পাঁচ জন লোক ভয়ংকর কঠিন মুখ করে দাঁড়িয়ে। আর কিছুক্ষন বাদেই ধর্ষনের অপরাধে পাঁচ জনের লিঙ্গ কর্তন করা হবে। লিঙ্গ কর্তনের পর পাঁচ জনকে সরাসরি হাসপাতাল পাঠানো হবে। এর জন্য পাঁচটি এম্বুলেন্সও রেডি।
মাঠের কোনায় কোনায় দর্শকের সুবিধার্থে প্রজেক্টর টিভি বসানো হয়েছে।
উৎসুক জনতার মধ্যে ফিসফাস চলছিল। হটাত একটা সাইরেন বাজতেই পুরো মাঠে এক মুহুর্তে নীরবতা নেমে এল। মেশিনে একে একে পাঁচ জন ধর্ষণকারীকে চিত করে শুইয়ে দেয়া হল।bangla story
.
চারদিকে পিনপতন নীরবতা। সবার চেহারায় আতংক। কী হতে যাচ্ছে। যাদের হার্ট দূর্বল এতক্ষনে এসে তাদের মনে হচ্ছিল-এই ভয়ানক দৃশ্য দেখতে এত টাকা দিয়ে টিকেট কাটা ঠিক হয়নি।ভালবাসার বাংলা গল্প
শেষ সাইরেন বেজে উঠল। মেশিনের সামনের পাঁচজন জল্লাদ টাইপের লোক পাঁচজন ধর্ষনকারীর লিঙ্গ মুহুর্তে কর্তন করে ফেলল। ধর্ষণকারীদের ভয়ানক চিৎকারে আকাশ- বাতাশ প্রকম্পিত হয়ে উঠল। লিঙ্গ দিয়ে ফিনকির মত সমানে রক্ত বেরোচ্ছিল। মাঠ লাল হয়ে যাচ্ছিল। কিন্তু ওদের জন্য কারো এতটুকু সহানুভূতি হচ্ছিল না। বরং ধিক শতধিক জানাতে জানাতে সবাই যে যার মত স্টেডিয়াম থেকে একে একে বেরিয়ে যাচ্ছিল...... bangla story
বিঃদ্রঃ যখনই কোন ধর্ষনের ঘটনা ঘটে তখনি এই স্বপ্নটা আমি দেখি। যদিও আমার এই স্বপ্ন কখনোই সত্যি হবার নয়। তারপরেও দেখি। কারন বাস্তবে যেটা সম্ভব নয় স্বপ্নে সেটা দেখেই শান্তি পাই,মহাশান্তি!!!!!!!!!!!
ভালবাসার বাংলা গল্প
লেখক- মেহেরাব মাশুক
Share this
Recommended
Disqus Comments
Subscribe Us
Followers
Followers
Subscribe
Total Pageviews
Categories
Tags
Recent Posts
3/recent/post-list
Recent in War
3/War/post-list
Subscribe Us
Follow Us
recent/hot-posts
Popular Posts
-
অনেক কষ্টে বাগানবাড়ির এই পাশটায় দুই রুমের যে বাসাটাতে ব্যাচেলর জীবনের লেজ টানার সৌভাগ্য হয়েছে, তার একটা নাম দিয়েছি বর্ডার। বর্ডার নাম দেয়ার ...
-
(১) এবার আমি-ই ইরাকে এই রাস্তায় একা ফেলে চলে যাচ্ছি। ইরা অনেকটা অপ্রস্তুত একটা অনুভূতিতে সিক্ত হয়ে দাঁড়িয়ে দেখছে আমার চলে যাওয়াটা... খুব ভো...